চট্টগ্রামে নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে মহানগরীর দেওয়ানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মঘাতী চবি ছাত্রীর নাম নীলমা ধর অর্পা (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে মাস্টার্স পাশ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া জানান, গতকাল রাতে নীলমা ধর অর্পা নামে এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।
জহিরুল বলেন, ‘নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা।’
কি কারণে অর্পা আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি তার পরিবারও।
0 Comments