বিনামূল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে এমন অজুহাত তুলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফেসবুক বন্ধ
ফ্রি ফেসবুক বন্ধ

গত মঙ্গলবার ইন্টারনেট সরবরাহকারীদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে গত বুধবার থেকে কার্যকরের নির্দেশ দিয়েছে বিটিআরসি। 

বিটিআরসির চিঠিতে ১৪ (মঙ্গলবার) জুলাইয়ের তারিখ দেওয়া হলেও অপারেটরেরা জানিয়েছে তারা ১৬ জুলাই (বৃহস্পতিবার) তা পেয়েছে। চিঠিতে ১৫ জুলাই (গত বুধবার) থেকে নির্দেশনা কার্যকর করতে বলা হয়।
তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে দেওয়া বিটিআরসির উপপরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সাইটগুলো বহুল ব্যবহৃত।

 অ্যাপের মাধ্যমে বা সরাসরি ব্রাউজ করে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ব্যবহারের জন্য অপারেটরগুলো বিভিন্ন সময় বিভিন্নরকম প্যাকেজ ঘোষণা করতো। তবে বিটিআরসির নির্দেশনার পর এ সুযোগ আর থাকছে না।


ফেসবুক সংক্রান্ত ফ্রি অফার বন্ধে বিটিআরসির নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান।
শনিবার গ্রামীণফোন তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক ঘোষণায় ফেসবুক সংশ্লিষ্ট যাবতীয় বিনামূল্যের অফার বন্ধের বিষয়টি জানিয়েছে।